উনিশ শো তিরানব্বই, চোখে নতুন স্বপ্ন
আর মনের গভীরে
ভালো কিছু কোরবার
গভীর প্রত্যয় নিয়ে,
থিয়েটারকে ভালোবেসে
থিয়েটারের সঙ্গে
মালদহ মালঞ্চ!
থিয়েটার ! শুধু থিয়েটারকে নিয়ে
সহজ সরল ভাবে
লোতুন জেবন শুরু!
এ জেবন থেমে থাকেনি,
সত্য নিষ্ঠ ভালোবাসা আছে বলেই!
জেলার শহর গ্রামের সীমানা ছাড়িয়ে
বাংলার প্রত্যন্ত গ্রাম শহর ডিঙিয়ে
মহানগর পর্যন্ত বিস্তৃত
মালদহ মালঞ্চ!
তামাম বাংলার হাজারো -লক্ষ্
মানুষের মহান ভালোবাসায়
ধন্য মালদহ মালঞ্চ
এবং তার থিয়েটার!
লোতুন জেবন থেকে
শুরু করে স্বস্তি,
তারপর উদাসপুজা৷
একটু সুখের জন্যে
অমূল্য রতন!
অসময়ের ভাবনা দিয়ে
রানীর ঘাটের বৃত্তান্ত ,
তারপর রাঙা ভাঙা স্বপ্ন
বুকে নিয়ে রতন!
ভালোমানুষ আর
প্রথম ব্যক্তি`তে
বিভোর এখন !
মালদহ মালঞ্চ!!